অনলাইন ডেস্ক :
সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি। দেশের মানুষদের জনশুমারি ও গৃহগণনায় উদ্বুদ্ধ করার লক্ষে ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। যার মধ্যে একটি জিংগেল বেশ আলোচনায় এসেছে। দেশের সকল টেলিভিশন ও সামাজিক মাধ্যমে জনশুমারির আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে এই জিংগেলটি। ফজলুর রহমান বাবু ও ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠে জনশুমারির জিংগেলটিতে উঠে এসেছে জনশুমারির গুরুত্ব ও নানান দিক। অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, ‘বেশ ভালো একটি উদ্যোগ। দেশের উন্নয়নের লক্ষে সঠিক জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত জরুরি। আর এমন একটি কাজের সাথে যুক্ত হয়ে বেশ ভালো লাগছে। আশাকরি জনশুমারি ও গৃহগণনায় সবাই সঠিক তথ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’ স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে আবদুল কুদ্দুসের পরিচালনায় জিংগেলটির সংগীতায়জনে ছিলেন আবু বকর সিদ্দিক। এর কথা লিখেছেন মাহাবুব মোর্শেদ রিফাত।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ