November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 7:39 pm

জিদানের কাছে ক্ষমা চাইলেন সভাপতি

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের কোচ হওয়ার আগ্রহ জানিয়েছিলেন জিনেদিন জিদান। এজন্য রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হননি কোনো দলের। শেষ পর্যন্ত অবশ্য দিদিয়ের দেশমকেই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে ফ্রান্স। এখন জিদানের গন্তব্য কোথায়? এ নিয়ে আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে জিদানকে রীতিমতো অসম্মানই করেছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রায়েত, ‘জিদান আমাকে ফোন করলে কী হতো? কিছুই হতো না। আমি ওর ফোনই তুলতাম না। জিদান কি এখন ব্রাজিলের দায়িত্ব নেবে? আমার কিছু যায় আসে না।’ এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে রীতিমতো। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে পর্যন্ত একহাত নেন গ্রায়েতকে। চাপে পড়ে গত সোমবার জিদানের কাছে ক্ষমা চাইলেন গ্রায়েত, ‘আমি মন্তব্যগুলোর জন্য ক্ষমা চাইছি। এতে আমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল না, কোচ ও খেলোয়াড় নিয়ে বিবেচনাও ছিল না। আমার আসলে আরএমসিকে সাক্ষাৎকার দেওয়া ভুল হয়েছে। ওরা দুই সেরা খেলোয়াড়ের মধ্যে বিতর্ক তৈরি করতে চেয়েছিল।’ গ্রায়েত ক্ষমা চাওয়ার আগে এবারের বিশ্বকাপে আট গোল করা তারকা কিলিয়ান এমবাপ্পে একহাত নিয়েছিলেন তাঁকে, ‘জিদানই ফ্রান্স। এমন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’