অনলাইন ডেস্ক :
লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন ৩৯ বছরের জেমস অ্যান্ডারসন। বোলিংয়ে নেমেই পাল্টা জবাব দিয়েছেন ভারতের পেস তারকা জসপ্রিত বুমরাহ। জেমস আন্ডারসন বল হাতে আগুন ঝড়ালে কি হবে, ব্যাট করতে নেমে যে এভাবে বেকায়দায় পড়বেন ভাবতেও পারেননি। শনিবার ইংল্যান্ড ইনিংসের শেষদিকে ১১ নম্বরে ব্যাট করতে নেমেই তিনি ভয়ঙ্কর বুমরাহর সামনে পড়েন। একের পর এক বাউন্সারে জিমিকে অস্থির করে ছাড়েন বুমরাহ। মার্ক উড আউট হওয়ার পরে আন্ডারসন ব্যাট করতে নামেন। এক ওভার পরেই বুমরাহর হাতে বল তুলে দিয়েছিলেন কোহলি। তারপরেই বুমরাহর একের পর এক বিষাক্ত বাউন্সার আছড়ে পড়তে থাকে আন্ডারসনের শরীর লক্ষ্য করে। প্রথম বলেই বুমরাহর বাউন্সার জিমির হেলমেটে আঘাত করে। তারপরে কনকাশন টেস্ট হয়। জিমি ফিট হওয়ায় মাঠ ছাড়তে হয়নি। অন্যদিকে বুমরাহও যেন থামার পাত্র নন। সেই ওভারে বুমরাহর হাত থেকে একের পর এক বাউন্ডার জিমির শরীর লক্ষ্য করে ছুটে এসেছে। বুমরাহ এতটাই ক্ষেপে ছিলেন, বারবার বাউন্সার দেওয়ায় ওই ওভারে ৪টি বল নো ডাকেন আম্পায়ার! এজন্য তাকে ১০টি বল করতে হয়েছে। আন্ডারসনের কাছে যেন দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছিলেন বুমরাহ। ভারতীয় পেসার এই আগ্রাসী বোলিং উপভোগ করছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। তিনি ইংল্যান্ডের ইনিংসের শেষে মজা করে টুইট করেন, ‘বুমরাহ ব্যাট করতে এলেই রুটের কাছ থেকে বল বোলিংয়ের অনুমতি চাইবে আন্ডারসন’! প্রথমে ব্যাট করতে নেমে ভারত লোকেশ রাহুলের অনবদ্য শতরানে ভর করে স্কোরবোর্ডে ৩৬৪ তুলেছিল। জবাবে প্রথম ইনিংষে ব্যাটিংয়ে নেমে রাহুলকে টপকে লর্ডস মাতিয়ে দেন ইংলিশ অধিনায়ক জো রুট। তিনি একাই ১৮০ রান করে দলকে প্রথম ইনিংসে ৩৯১ রানে পৌঁছে দেন। ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামবে ভারত। বিরাট কোহলিদের লক্ষ্য থাকবে ইংল্যান্ডের লিড পেরিয়ে বড় টার্গেট দেওয়া। তবে আপাতদৃষ্টিতে নাটকীয় কিছু না হলে লর্ডস টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা