March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:41 pm

জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে : তাসকিন

অনলাইন ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে কষ্ট করেই জিততে হবে জানালেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন কথা বলেন তাসকিন। বিমানবন্দরে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘ভালো ফল আশা করছি। তবে তাদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে আমাদের। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচেই কিন্তু আমাদের কঠিন সময় গিয়েছিলো। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জয়ের। তবে কাজটা সহজ হবে না।’ এবারের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে খেলবে বাংলাদেশ। উইকেটরক্ষক-ব্যাটার সোহানকে নিয়ে আশাবাদী তাসকিন, ‘আশা করি অবশ্যই ভালো করবে সে (সোহান)। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালোই করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশা রাখি সেখানেও ভালো করবে সে।’ ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেললেও, টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো খেলতে পারছে না বাংলাদেশ। কিন্তু আগামী দু’মাসে দু’টি বড় আসরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে হবে বাংলাদেশকে প্রথমে আগস্টে এশিয়া কাপ ও পরে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে টি-টোয়েন্টিতে ভালো খেলতে মরিয়া বাংলাদেশ। তাসকিন বলেন, ‘সামনে বড় দু’টি মঞ্চ, এশিয়া কাপ ও বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে হয়ত আশানুরূপ পারফর্ম করছি না। তবে সেরাটা যদি খেলতে পারি অসম্ভব কিছু না। প্রত্যেক ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টি দলটার ৯০ ভাগই তরুন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’ জিম্বাবুয়ের মাটিতে এক টেস্টে ৫, ৩ ওয়ানডেতে ৩ উইকেট নিলেও, ২টি টি-টোয়েন্টিতে কোন উইকেট পাননি তাসকিনের। এবারের সফরের নিজের সেরাটা দেয়ার প্রত্যয় তাসকিনের, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেয়ার। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে এবং সেখানে কেমন বোলিং করা যায়।’ আগামী ৩০ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। আর ৫ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।