May 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 12th, 2023, 8:13 pm

জিম্মিদের মুক্তি না দিলে বিদ্যুৎ-পানি পাবে না গাজা: ইসরাইল

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা পর থেকে গাজাকে পুরোপুরি অবরোধ করে রেখেছে ইসরাইল। বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধসহ জরুরি জিনিস সেখানে সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটি। হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি।

বৃহস্পতিবার  (১২ অক্টোবর) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার অবরোধ শেষ হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘অপহৃতরা’ মুক্ত না হওয়া পর্যন্ত কোনো ‘বৈদ্যুতের সুইচ চালু করা হবে না, কোনো পানির পাম্প খোলা হবে না এবং কোনো জ্বালানির ট্রাক প্রবেশ করবে না।’

গত শনিবার হামাসের হামলার পর গাজা উপত্যকায় এসব সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।