অনলাইন ডেস্ক :
প্রায় এক যুগ পর ইটালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। সানসিরোতে ফাইনালে বুধবার দিবাগত রাতে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার। এ নিয়ে ইটালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল তারা। আগেরটি জিতেছিল ২০১০ সালে। ম্যাচের ২৫তম মিনিটে ম্যাককেনির গোলে এগিয়ে যায় রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট খেলার পর অতিরিক্ত আরো দুই মিনিট খেলা হয়। সেই ইনজুরি সময়ে গোল করে ইন্টারকে উৎসবে মাতান অ্যালেক্সিস সানচেজ। এই চিলিয়ান স্ট্রাইকারের গোলেই ১১ বছর পর ইটালিয়ান সুপার কাপ জেতে ইন্টার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা