May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 7th, 2024, 8:36 pm

জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী জুলাই থেকে স্থায়ী দোকানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর নর্দা-বারিধারা এলাকায় ‘দেশজুড়ে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে ৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে বাজারে কেউ কারসাজি করতে পারবে না।’

জনগণ যাতে তাদের সুবিধামতো পণ্য কিনতে পারে সেজন্য স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ জানান টিটু।

তিনি বলেন, ‘রমজানের সময় ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু আমরা টিসিবির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছি। আমাদের লক্ষ্য ছিল মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ কিনতে পারে তা নিশ্চিত করা। ফলে পেঁয়াজের দাম এখনো অনেকের নাগালের মধ্যে রয়েছে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যোগ্য ব্যক্তিরাই যেন টিসিবি থেকে পণ্য পায় তা নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে তালিকা হালনাগাদ করা হবে। টিসিবির মাধ্যমে যেসব পণ্য বিক্রি হয়, সেগুলোর সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।’

টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২০২৪ সালের মে মাসে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।

—–ইউএনবি