March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 8:50 pm

জুলাই মাসে দেশে ২৬১ জন খুন হয়েছেন: বিএইচআরসি

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এক রিপোর্টে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে প্রতিদিন গড়ে আটজনকে খুন করা হয়েছে। এসময়ে দেশে মোট ২৬১ জনকে খুন করা হয়েছে, যেখানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মাত্র ১৩৯ জন মারা গেছে।

সোমবার বিএইচআরসির রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে- নিহতদের মধ্যে পারিবারিক সহিংসতায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে (১৫), তারপরে সামাজিক সহিংসতায় মৃত্যু (২), যৌতুকের জন্য হত্যা (২) ও অপহরণের পর হত্যার (২) কথা বলা হয়েছে।

এছাড়া ৩১ জনের মৃত্যু রহস্যজনক বলে জানা গেছে।

রাজনৈতিক পাঁচটি হত্যা এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুটি হত্যার কথা বলা হয়েছে এই রিপোর্টে।

এছাড়া চলতি মাসে ধর্ষণের পর খুন হয়েছেন দুজন ভুক্তভোগী। বিএইচআরসি এই সময়ের মধ্যে সাতটি ধর্ষণের ঘটনাও রেকর্ড করেছে।

এদিকে বিএইচআরসি জানিয়েছে, সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯৫ জন নিহত হয়েছেন এবং চারজন আত্মহত্যা করেছেন।

সংগঠনটি তার জেলা, উপজেলা ও পৌরসভা শাখার তথ্য এবং জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সংস্থাটি বলেছে, ‘আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকাণ্ড হ্রাস করা সম্ভব।।’

—-ইউএনবি