November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 8:18 pm

জেনারেটর ভাড়া করে হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ ‘এসএ টি-টোয়েন্টি’ শুরু হওয়ার আগেই সমস্যায় পড়েছে। গত বছর পুরোটাই বিদ্যুৎ সংকটে ভূগেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে দেশটিতে ২০০ দিনের বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। নতুন বছরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাই এসএ টি-টোয়েন্টি লিগে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে জেনারেটর ভাড়া করতে হবে আয়োজকদের! ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় এখনও এই সময়ে বিভিন্ন এলাকায় দিনে আড়াই ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। গত ডিসেম্বরে কিছু এলাকা তো দিনে ১১ ঘন্টাও বিদ্যুৎহীন ছিল! যে কারণে কিছু দিবা-রাত্রির ম্যাচ দিনে আয়োজনে বাধ্য হয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু এবারের ফ্র্যাঞ্চাইজি লিগে কী হবে? সব ম্যাচ তো আর দিনে আয়োজনের সুযোগ নেই। তাই সমাধান হলো জেনারেটর। টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট, ড্রেসিংরুম, বাথরুমসহ গ্যালারি ও মাঠের চারপাশে আলো জ¦ালানোর জন্য জেনারেটর ভাড়া করতে হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। এসএ টি-টোয়েন্টির ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টা ও বিকেল সাড়ে পাঁচটায়। জেনারেটর ভাড়া নিতে প্রতিটি স্টেডিয়ামের জন্য খরচ হতে পারে ১ লাখ ১৭ হাজার মার্কিন ডলার। এদিকে প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য ভেন্যুগুলোকে ৫০ হাজার ডলার এবং আনুষঙ্গিক খরচের জন্য আরও ১৩ হাজার ডলার দেওয়া হয়। এই অর্থ থেকেই তাদেরকে জেনারেটরের ভাড়া মেটাতে হবে।