প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রার্থীকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউজে ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
সভায় সিইসি বলেন, ‘প্রশাসন পরিষ্কার করে দিয়েছে যে, তারা নির্বাচনে নিরপেক্ষ থাকবে এবং অবাধ ও সুষ্ঠু হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা যদি আন্তরিক ও সচেতন না হন, তাদের মধ্যে পারস্পরিক আস্থা অর্জনে ব্যর্থ হন এবং সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার কাছে এই বার্তা পাঠানো হয়েছে।’
তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা।
এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, ইসি সচিব জাহাংগীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম