November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 13th, 2023, 3:12 pm

জৈন্তাপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নের ২ হাজার ৩ শত ৯০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে রবি মৌসুমে এসব বীজ-সার বিতরণ করেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আল-আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন (ইনচার্জ) বায়েজিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।

উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলিত অর্থ বছরে রবি মৌসুমে প্রান্তিক চাষীদের মধ্যে সরকারী প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মসুর ইত্যাদি বীজ বিতরণ করা হয়েছে।

সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তিনি আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জৈন্তাপুরে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি নিবারন চন্দ্র দাস। সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দ্র বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী জাদব ময় বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী।
এসময় উপজেলার ছোট-বড় ২৩ টি মন্দিরে সরকারি সহায়তার অনুদান প্রদান করা হয়।