April 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 7:55 pm

জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন আশিক

অনলাইন ডেস্ক :

চিত্র সম্পাদক মাহফুজুল হক আশিক ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন। এ উৎসবে সম্পাদনা বিভাগে তিনি সেরা সম্পাদকের সম্মানে ভূষিত হয়েছেন। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য সম্পাদনার জন্য এই পুরস্কার লাভ করেছেন আশিক। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সেরা ফিচার ফিল্ম বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আশিক। উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। গত বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সতজিৎ’ বিশেষ পুরস্কার পায়। বাংলাদেশে ‘প্রিয় সত্যজিৎ’র প্রথম প্রদর্শনী হয়েছে গত ৬ জানুয়ারি। ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছেন প্রসূণ রহমান। বীরত্ব, সুতপার ঠিকানা, জন্মভূমির মতো নান্দনিক চলচ্চিত্রগুলোর সম্পাদনা করেছেন আশিক। বর্তমানে আশিক সম্পাদনা করছেন মাসউদ যাকারিয়া সাবিনের ওয়েব সিরিজ ‘হারাধনের দশটি ছেলে’, মোহাম্মদ আলী মুন্নার ওয়েব ফিল্ম ‘অপলাপ’ এবং সুমন ধরের ফিচার ফিল্ম ‘শরতের জবা’।