অনলাইন ডেস্ক :
রাজস্থান রয়্যালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। জয়ে ফেরার ম্যাচটিতে ১০ রানে জয় পেয়েছে দলটি। গত বুধবার জয়পুরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে রাজস্থান। ৬৪ বল খেলে উদ্বোধনী জুটিতে লক্ষ্ণৌকে ৮২ রান এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ৩২ বলে ৩৯ রান করে রাহুল ফিরলেও, হাফ-সেঞ্চুরি তুলে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫১ রান করে আউট হন মায়ার্স।
দুই ওপেনারের দুর্দান্ত শুরুটা পরের দিকের ব্যাটাররা ধরে রাখতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানের মামুলি সংগ্রহ পায় লক্ষ্ণৌ। পরের দিকে মার্কাস স্টোয়নিস ২১ ও নিকোলাস পুরান ২০ বলে ২৯ রান করেন। রাজস্থানের হয়ে রবীচন্দ্রন অশ্বিন নেন ২টি উইকেট। জবাবে রাজস্থানকে ৬৯ বলে ৮৭ রানের সূচনা এনে দেন ইংল্যান্ডের জশ বাটলার ও যশস্বী জয়সওয়াল। ৪ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৪০ রান করেন বাটলার। ৩৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন জয়সওয়াল। দুই ওপেনারের পর আর কেউ কিছু করতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে থামে রাজস্থান। লক্ষ্ণৌর আবেশ খান নেন ৩টি উইকেট। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সমান ৮ করে পয়েন্ট করে পেয়েছে রাজস্থান ও লক্ষ্ণৌ। রান রেটে এগিয়ে শীর্ষে রাজস্থান। দ্বিতীয়স্থানে রয়েছে লক্ষ্ণৌ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা