অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে টটেনহ্যামের কাছে হারের স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। কিন্তু এক ম্যাচ বাদেই জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। গত শনিবার রাতে এভারটনের ঘরের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দলের জয়সূচক গোলটি করেছেন ফিল ফোডেন। গোটা ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৩টি শট নেয় ম্যান সিটি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা এভারটন ৬টি শটের ২টি লক্ষ্যে রাখে। ম্যাচশেষে গণমাধ্যমকে সিটি কোচ বলেছেন, জয়টা তাদেরই প্রাপ্য ছিল। গার্দিওলা বলেন, ‘৯০ মিনিটই আমরা দুর্দান্ত খেলেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধ। ম্যাচের প্রথম অর্ধ বেশ কঠিন ছিল। তারা আমাদের মাঝ মাঠ পেরিয়ে ভেতরে খেলার সুযোগ দেয়নি। ছেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ খেলেছে এবং জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’ এদিকে ফের পয়েন্ট খোয়াল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। রেলিগেশনে থাকা দল ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। পয়েন্ট হারিয়ে শীর্ষ চারের জায়গাটা নড়বড়ে করে ফেলেছে ইউনাইটেড। ২৭ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র আর ৬ হারে ৪৭ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলে চারে অবস্থান করছে ইউনাইটেড। লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে আর্সেনালের ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা