অনলাইন ডেস্ক :
বাংলাদেশ সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো নিউজিল্যান্ড পেসার হামিশ বেনেটের। ১১ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলেননি তিনি। সেবার কিউইদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে এবার বাংলাদেশে এসেছেন বেনেট। ফরম্যাট ভিন্ন হলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রতিশোধ নিতে চান এই ডানহাতি পেসার। যার গল্প শোনাবেন দেশে ফিরে। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রতিবেশিদের এমন দুরবস্থা দেখে বেশ সতর্ক কিউইরা। যদিও বাংলাদেশের মাটিতে তাদের অভিজ্ঞতাও ভালো নয়। সব ফরম্যাট মিলিয়ে শেষ ১০ ম্যাচে জয় মাত্র একটিতে। তবে ঐ একটি জয়ই টি-টোয়েন্টি সিরিজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন বেনেট। কোয়ারেন্টাইনে থেকে সংবাদমাধ্যমকে বেনেট বলেন, ‘আমরা দল হিসেবে দেশের জন্য খেলতে এসেছি। বাংলাদেশে এর আগেও এসেছি আমি এবং সেবার ৪-০ ব্যবধানে হেরেছি আমরা। এখানে খুব বেশি সাফল্য নেই আমাদের, তাই এটাই বড় অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য। আমরা নিউজিল্যান্ডে ফিরে বলতে চাইব যে, বাংলাদেশে সিরিজ জিতেছি। যেখানে অস্ট্রেলিয়া ও বাকি সেরা দলগুলোর খুব ভুগতে হয়েছে।’ তিন দিনের কোয়ারেন্টাইন পর্বের বৃহস্পতিবার শেষ দিন দুই দলের। শুক্রবার থেকে অনুশীলনে নামবে তারা। পাঁচ দিনের এই অনুশীলনে দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান বেনেট। তার ধারণা অজিদের মতো তাদেরও স্পিনে ঘায়েল করতে চাইবে টাইগাররা। টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ৯ উইকেট নেয়া এই পেসার বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ জানতে পেরেছি কোন পদ্ধতি অনুসরণ করবে তারা। তবে আরেকটি জিনিস হল কন্ডিশন। এমন (স্পিন) উইকেটে আমাদের পরিকল্পনা কাজ করবে কি না, সেটা খুঁজে নিতে চার-পাঁচ দিন সময় আছে হাতে।’
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র