March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 23rd, 2023, 8:15 pm

ঝড়ে স্কুলের ছাঁদ ধসে থাইল্যান্ডে ৭ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ফিচিট প্রদেশে প্রচন্ড ঝড়ের সময় একটি স্কুলের ক্রীড়া অঙ্গনের ভবন ধসে সাত শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরো ২৫ জন আহত হয়েছে। গত সন্ধ্যায় ঝড়টি আঘাত হানে। দেশটির নিম্ন উত্তর প্রদেশের স্যাম এনগাম জেলার কিছু অংশেও প্রবল বৃষ্টিসহ ঝড়টি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০-এর দিকে আঘাত হানে। বান নোয়েন পো নামের স্কুলটির ভলিবল কোর্ট, ফুটসাল কোর্ট এবং অন্যান্য ক্রীড়া সুবিধার ওপর ধাতব ছাদসহ অন্যান্য জিনিস ঝড়ের সময় ভেঙে পড়ে। ওই সময় স্কুলের শিক্ষার্থীরা সেখানে খেলছিল। ছাদের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হয় এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন ছয় বছর বয়সী এক শিশুও মারা যায়। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫-এ। ঝড় কমে গেলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান তদারকি করতে স্কুলে ছুটে যায়। ঝড়ে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো জানা যায়নি। সূত্র : ব্যাংকক পোস্ট