ঝালকাঠি জেলার রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২২) ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬নং ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর রুপাতলীতে র্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গনমাধ্যমকে জানান।
তিনি বলেন, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী সাবু হাওলাদার-এর বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সে।
পরবর্তীতে ভুক্তভোগী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার বাবা মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরদিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮ বিষয়টি আমলে নিয়ে আসামির অবস্থান শনাক্ত করে।
পরে মঙ্গলবার (১৬ মে) বিকাল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে আসামি সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাহমুদুল হাসান।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ