ঝালকাঠিতে দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ১৪ জন নিহত হন। এতে আহত হন অন্তত আরও ২৫ জন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে টোলগেটের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস, ৩টি অটোরিকশা ও একটি পিকআপসহ ১০টি গাড়িকে চাপা দেয়। গাড়িগুলোকে নিয়েই ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হন।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক