ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাসচালককে সাভারের আশুলিয়া থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার চালকের নাম মোহন খান (৪০)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, র্যাব-৮ এর একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে গভীর রাতে মোহনকে গ্রেপ্তার করে।
মঈন বলেন যে হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকা সত্ত্বেও মোহন ভারী যানবাহন চালাতেন।
এর আগে সোমবার সকালে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বাসের সুপারভাইজার ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ জুলাই পিরোজপুর থেকে বরিশালে যাওয়ার পথে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় স্মৃতি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।
এ ঘটনায় ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আসামি করে মামলা করেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম