যশোরের ঝিকরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন ৩ মাসের সাজাপ্রাপ্ত, ১০ জন জি. আর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং একজন সি.আর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- একই উপজেলার হাড়িয়া গ্রামের মো. আমির হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৩৬), পায়রাডাঙ্গা গ্রামের মো. আব্দুল বাকীর ছেলে জমির গাজী (৪০), হাড়িখালী পাঁচপোতা গ্রামের মো. হযরত আলীর ছেলে আ. রহমান লাল্টু (৩৮), হাড়িখালী পাঁচপোতা গ্রামের মো. হযরত আলীর মেয়ে মোছা. স্বপ্না (৩৩), হাড়িখালী পাঁচপোতা গ্রামের মো. হযরত আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৬), কলাগাছি গ্রামের মৃত- লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৯), কৃষ্ণনগর কাটাখালি গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৫২), নন্দি ডুমুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), ঝিকরগাছা বেলে বটতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে আমিনুর রহমান (৪১), ছুটিপুর গ্রামের দুলাল দাসের ছেলে প্রবীর দাস (৩৭), মনোহরপুর গ্রামের মহর আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), বেড়ারুপানি গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে মহসীন আলম (৩৬)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাদের সকলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার দুপুরে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি