April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 18th, 2023, 3:02 pm

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) সকালে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা করা হয়। পরে সমিতির সভাপতি স্বাগতিক বক্তব্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু করেন। সমিতির প্রথম অধিবেসনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। এতে প্রধান অতিথি ফারুক আল মাসুদ সমিতির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি (তদন্ত) আবুল কাশেম, কালব ময়মনসিংহের ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক মো. তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রাঞ্জল সাংমাসহ অন্যান্যরা।

বক্তব্য শেষে সমিতির সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী সদস্যদের মাঝে আর্কষনীয় পুরুষ্কার বিতরণ করা হয়।

পরে বিকেলে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এছাড়াও সমিতির বিগত বছরের আয় ব্যয় হিসাব শুনানো হয় সমিতির সদস্যদের। এতে সমিতির নানা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমিতির কল্যাণ মূলক কার্যক্রম গ্রহনের ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান সকল সদস্যের সার্বিক সহযোগিতা ও সমিতির উন্নয়নের নানা মুখি কর্মকান্ডের মধ্য দিয়ে সমিতিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি রেখে সমাপনী বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য, ১৯৯২সালে প্রতিষ্ঠিত ওই সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫হাজার ২শত ৮১জন এবং সমিতির মোট মূলধন ১২ কোটি ১৪ লক্ষ ২৯ হাজার ৫শত ৩৭ টাকা।