April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 8:22 pm

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডুতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও দুই জন।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর ও হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ(২৫) ও যশোরের জামাল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ট্রাকে নিজের ট্রাক্টর নিয়ে যশোর ফিরছিল জামাল হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের সামনে বসে থাকা জামাল হোসেনসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু(যানবাহনের স্থানীয় নাম) নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলো বাপ্পি শেখ। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সাথে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হয় বাপ্পি শেখ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি