নিজস্ব প্রতিবেদক :
সাত ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় টেক্সটাইল মিলে আগুন লাগার পর পাশে থাকা গুদামেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর দুইটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১১ জুন) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম