গাজীপুরের টঙ্গীতে একটি গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণের আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সকালে টঙ্গীর মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের ভাড়া দেয়া একটি গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামের বিভিন্ন ধরনের মেশিন, কাগজপত্রসহ বিপুল পরিমান মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি