April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 8:12 pm

টপ চার্টের শীর্ষে টেইলর সুইফট

অনলাইন ডেস্ক :

পাশ্চাত্য সংগীতের জনপ্রিয়তার মাপকাঠি বিলবোর্ড টপ চার্ট। আর এই তালিকার প্রথম দশটি গানই টেইলর সুইফটের দখলে! বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। তালিকায় প্রথম দশে স্থান করে নেয়া সবগুলো গানই মার্কিন গায়িকা টেইলর সুইফটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘মিডনাইটস’-এর। ১০ অক্টোবর মুক্তি পায় টেইলর সুইফটের এই দশম অ্যালবাম। ‘মিডনাইট’ অ্যালবামে আছে মোট ১৩টি গান এবং সাতটি বোনাস গান। এই রেকর্ড গড়ে টেইলর সুইফট টুইটারে লিখেছেন, ‘বিলবোর্ড হট হানড্রেড তালিকায় দশে দশ? তাও আবার আমার দশম অ্যালবাম? আমি বিশ্বাসই করতে পারছি না!’ বিলবোর্ড সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সপ্তাহ খানেকের জন্য বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানের মধ্যে নয়টি গান ছিল কানাডিয়ান র‌্যাপার ড্রেকের। কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন টেইলর সুইফট। সূত্র: দ্য গার্ডিয়া