November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:12 pm

টাকার অভাবে দুশ্চিন্তায় বাফুফে

অনলাইন ডেস্ক :

বয়সভিত্তিক ফুটবলে কালেভদ্রে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ এলেও অর্থের অভাবে দক্ষিণ এশিয়ার বাইরে তেমন যাওয়া হয় না খুদে ফুটবলারদের। যেমন আলজেরিয়ায় একটি বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আমন্ত্রণ রক্ষা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৩ ফুটবলারদের নিয়ে ২০ জাঁতি একটি টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছে আফ্রিকান দেশ আলজেরিয়ার। টুর্নামেন্টে খেলতে এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগ থেকে সেই আমন্ত্রণ পেয়েছে বাফুফে। আমন্ত্রণ রক্ষা করে খেলতে যাওয়ার ইচ্ছে দেখালেও বাফুফের দুশ্চিন্তা ভ্রমণ খরচ। করোনা-পরবর্তী অবস্থায় বিমানের ভাড়া বেড়ে যাওয়ায় আলজেরিয়া যাওয়া নিয়ে বাফুফে এখন দ্বিধায়। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে গত ২৭ জুন আমরা ডেভেলপমেন্ট কমিটির সভায় অ্যাজেন্ডা আকারে উত্থাপন করি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সবাই জানি বিমানের ভাড়াও এখন বেশি। একজন খেলোয়াড়ের আসা-যাওয়ার ভাড়া হতে পারে অন্ততপক্ষে দুই লাখ টাকার বেশি। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি যে আমরা সেখানে যেতে ইচ্ছুক। ‘টুর্নামেন্টে খেলতে যাওয়ার অর্থের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। সোহাগ বললেন, ‘আমরা লিখিত আকারে ক্রীড়া মন্ত্রণালয়কে বলেছি, সেখানে খেলতে যেতে আমাদের যা প্রয়োজন সেটা যেন আমাদের সরবরাহ করা হয়। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। তাদের মতামত আগামী সপ্তাহে জানতে পারব। ইতিবাচক হলে আমরা আলজেরিয়ায় গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করব। ‘