April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 8:21 pm

টিকটক ইস্যুতে কঠোর অবস্থানে কানাডা

অনলাইন ডেস্ক :

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তা কার্যকর হতে যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা প্রবিবেদন দেওয়ার প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারিনি কানাডা সরকার। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন। এ প্রসঙ্গে টিকটকের একজন মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীদের তথ্য দেখার কোনো সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা। কানাডার এমন সিদ্ধান্ত কৌতুহলী। কারণ নিরাপত্তা সম্পর্কিত কোনো উদ্যোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরামর্শ ছাড়াই এমন পদক্ষেপ নিয়েছে তারা।’ এ নিয়ে কানাডা এবং চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।