November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 8:20 pm

টিজারে চমকে দিলেন ঢালিউড খান

অনলাইন ডেস্ক :

এই এক মুশকিল। শাকিব খানকে একটি ছবির শুরু থেকে শেষ পর্যন্ত বশে রাখার নজির খুব একটা পাওয়া যায় না। অথবা এভাবেও বলা যায়, যেকোনও সিনেমার শুটিং, ডাবিং, প্রচারণা বা মুক্তির ইভেন্টে খান চলেন নিজের খেয়ালে। এই যেমন ব্যক্তিজীবন নিয়ে যখন তলিয়ে যাচ্ছিলেন সমালোচনার সাগরে, তখন ঠিকই ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ঈদে মুক্তির ঘোষণা করেছেন নায়ক নিজেই তার সোশাল হ্যান্ডেলে। অবশেষে ঈদ ঘনিয়ে এলো, মুক্তির তারিখ চূড়ান্ত হলো, চলছে হল বুকিং, প্রকাশ হলো টিজার। যে টিজার দেখে দীর্ঘদিন পর শাকিব শিবিরে নেমেছে স্বস্তির বাতাস। অথচ অবাক নীরবতায় পড়ে আছেন নায়ক! গণমাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া তো পরের কথা, তার সোশাল হ্যান্ডেলের কোথাও পাওয়া যায়নি টিজারটির ছায়া। গত সোমবার জাতীয় চলচ্চিত্র দিবসে বেশ ঘটা করেই প্রকাশ হয়েছে আলোচিত ছবিটির টিজার। আরটিভি তথা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত তপু খান পরিচালিত এই ছবিটির ট্রেলার দেখে মন্দের ভালো মুগ্ধ হয়েছেন দর্শক-সমালোচকরা। অনেকেই আগাম ধারণা করছেন, এই ফর্মুলা ছবিটিই হতে পারে শাকিব খানের চলমান শ্বাসরুদ্ধকর সময় থেকে ঘুরে দাঁড়ানোর লাইফ লাইন। যদিও, খানের নীরবতা এমন ধারণাকে ম্লান করে দেয়। না, নায়িকা শবনম বুবলী এ ক্ষেত্রে শাকিব খানকে অনুসরণ করেননি। তিনি ঠিকই টিজারটি শেয়ার করেছেন সোশালে। প্রকাশ করেছেন উচ্ছ্বাস। যদিও ৫১ সেকেন্ডের এই টিজারে বুবলীর অবস্থান মাত্র ৩ সেকেন্ডের কাছাকাছি! বাকি ৪৭ সেকেন্ড জুড়েই শাকিব খানের বীরত্ব! তবু কেন গাল ফুলিয়ে রেখেছেন মিস্টার খান, সেটি বলা মুশকিল। নায়ক নীরব হলেও থেমে নেই ভক্তরা। টিজারটি শেয়ার করে তারা বলছেন, ঈদে এ ছবিটি দেখতে সিনেমা হলে ভিড় জমাবেন। সঙ্গে জানাচ্ছেন, টিজার দেখে ঈদের খুশি অনুভব করার অনুভূতিও। টিজারে সংলাপ পাওয়া গেছে শুধু শাকিব খানেরই। বাকিরা সব ন্যানো সেকেন্ড ঝলকে সীমাবদ্ধ। খান তার সংলাপে বলেছেন, ‘আমি চাই বাংলাদেশের প্রত্যেক ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে, যারা রাজনীতি না করেও একেকজন একেকটা লিডার হবে।’ যদিও বাস্তবে তার ছিটেফোঁটা তো দূরের কথা, নিজের সিনেমা প্রচারণার মিনিমাম ভদ্রতাটুকুও দেখাতে ব্যর্থ হয়েছেন ঢালিউডের সর্বোচ্চ বিতর্কিত এই নায়ক। এমন সমালোচনাই চলছে এখন অন্তর্জালে। টিজারে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশনরূপে, লিডার নয় ক্যাডারের আদলে। পাশাপাশি বুবলীকে দেখা গেছে নেত্রীসুলভ লুকে। এ ছাড়া মিশা সওদাগরকে গডফাদার আর শহীদুজ্জামান সেলিমকে রাজনৈতিক নেতার আদলে পাওয়া গেছে। ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় ছবিটি। ইতোমধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে আগামী ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে।