November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 4:35 pm

টিটিই বরখাস্ত: স্ত্রীর কর্মকাণ্ডে বিব্রত রেলমন্ত্রী

ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’-এ তিন টিকিটবিহীন যাত্রীকে জরিমানা করায় ট্রেনের টিকিট চেকারকে বরখাস্ত করার আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রবিবার পদত্যাগের দাবির মুখে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, এই ঘটনায় স্ত্রীর জড়িত থাকার ঘটনায় তিনি খুব বিব্রত বোধ করছেন।

রেল ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং কীভাবে তারা (টিকিটবিহীন যাত্রীরা) এত দ্রুত লিখিত অভিযোগ করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে কেন বরখাস্ত করেছেন তা ব্যাখ্যা করতে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য রেলমন্ত্রীর আত্মীয় দাবি করে টিকিট ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভ্রমণের জন্য তিনজনকে জরিমানা করার একদিন পরে বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনে কর্মরত শফিকুলকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

—ইউএনবি