অনলাইন ডেস্ক :
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের পর বড় ধাক্কা লাগে পাকিস্তান দলে। তাই বিশ্বকাপের প্রস্তুতি চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। আর প্রতিযোগিতার তৃতীয় ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়লেন জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার আসরের ১১তম ম্যাচে নর্দার্নের মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব। টস জিতে বাবর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আহমেদ শেহজাদকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে রীতিমত স্টিম রোলার চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে। ৬৩ বলের মোকাবেলায় ১০৫ রান করে অপরাজিত থাকেন বাবর, হাঁকান ১১টি চার ও ৩টি ছক্কা। এই শতকে ভর করে দল পায় ২০০ রানের পুঁজি। বাবরের ইনিংস সত্ত্বেও দল অবশ্য জিততে পারেনি। তবে বাবর আলোচনায় নতুন রেকর্ড গড়ে। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শতকের মালিক বনে গেছেন তিনি। এই ফরম্যাটে বাবরের মোট শতক এখন ৬টি। বাবরের উদ্বোধনী সঙ্গী শেহজাদ হাঁকিয়েছেন ৫টি শতক। শেহজাদের সমান শতক আছে কামরান আকমলেরও। তবে ক্রিকেট বিশ্বে অন্তত ৬টি শতক হাঁকানো নবম ব্যাটসম্যান বাবর। এই তালিকায় সবার ওপরে ২২ শতকের মালিক ক্রিস গেইল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা