November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:24 pm

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন। তিনি এই ফরম্যাটে ১৩৪টি উইকেট শিকার করেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার জন্য সাকিব খেলেছেন ১১৪টি ম্যাচ।

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে, সাকিব তার তিন ওভারে ১৪ রানে পাঁচটি, টি-টোয়েন্টিতে তার দ্বিতীয় পাঁচটি এবং ফরম্যাটে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। তিনি চার ওভারে ২২ রানে পাঁচটি উইকেট শিকার করেন।

এর আগে, বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৭ ওভারে তিন উইকেটে ২০২ রান করে, বৃষ্টির কারণে ম্যাচটি প্রতি পক্ষের ১৭ ওভারে কমিয়ে দেওয়া হয়েছিল।

তাসকিন আহমেদের বোল্ড ইনিংসের প্রথম বলেই ওপেনার পল স্টার্লিংকে শূন্য রানে হারিয়ে শুরুটা ভয়ানক হয় আয়ারল্যান্ডের। সাকিব তখন লরকান ট্যাকার থেকে শুরু করে হ্যারি টেক্টর দিয়ে শেষ করে মাত্র তিন ওভারে পাঁচটি উইকেট নেন।

—-ইউএনবি