April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 12:02 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল এবার মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে।

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দু’দলই বিশ্বকাপের সুপার টুয়েলভে চারটি করে ম্যাচ জিতেছে।

ইংল্যান্ড গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেট বেশ ভালো খেলছে। এদিকে নিউজিল্যান্ডও সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে ফাইনালে উঠেছে।

ছোট পেয়ে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় জেমস ভিন্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলেছেন, রয়কে হারানো বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা। তবে রয়ের জায়গায় যে সুযোগ পেয়েছে সে-ও ভালো করতে প্রস্তুত রয়েছে।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ২০১৯ সালে লর্ডসে ফাইনাল হারার স্মৃতির সাথে আজকের ম্যাচের কোনো সম্পর্ক নেই।

বিশ্বকাপে দারুণ ফর্মে থাক ইংল্যান্ডের জস বাটলার একটি সেঞ্চুরিসহ ২৪০ রান করেছেন। অপরদিকে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার মার্টিন গাপটিল। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১৭৬ রান।

দুবাইয়ে আগামীকাল (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল হবে ১৪ নভেম্বর।