অনলাইন ডেস্ক :
গত রোববার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ দুই ওভারের নাটকীয়তায় জিতে সাত ম্যাচের সিরিজে ২-২ এ সমতা এনেছে বাবর আজমের দল। এটি ছিল পাকিস্তানের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ১৬৭ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ দুই ওভারে প্রয়োজন ৯ রান, হাতে তিন উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন হারিফ রউফ। ১০ বলে ইংল্যান্ডের তখন প্রয়োজন কেবল ৫ রান। এমন এক পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ বলে দুই ২ উইকেট তুলে নেন হারিস। শেষ ওভারে রিসে টপলিকে রানআউট করে ম্যাচটি জিতে যায় পাকিস্তান। এদিন ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ২০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির স্থাপন করেছে পাকিস্তান। এর মধ্যে ১২২টি ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় দুইয়ে রয়েছে ভারত। ১৮২ ম্যাচ খেলে ভারত জিতেছে ১১৬টিতে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা