অনলাইন ডেস্ক :
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে চারটি দল। গ্রুপ-এ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং গ্রুপ-বি থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে শেষ চারের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, গ্রুপ-এ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রুপ-বি রানার্সআপ দল। একইভাবে গ্রুপ-বি চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে গ্রুপ-এ রানার্সআপ দল। উভয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। আর রানার্সআপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন ১১ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা