April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 7:55 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিরাট কোহলি কত নম্বরে ব্যাট করবেন?

অনলাইন ডেস্ক :

আগামী মঙ্গলবার মোহালিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই সিরিজের আগে জসপ্রিত বুমরাহ ও হর্ষাল প্যাটেল ইনজুরি থেকে সেরে উঠেছেন। তা ভারতের জন্য বোনাস। এই সিরিজের আগে আলোচনায় এসেছে সংক্ষিপ্ত ফরম্যাটে ওপেনার হিসাবে বিরাট কোহলিকে দেখা যাবে কি না। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রোববার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘খেলোয়াড়রা যে কোনো পজিশনে সেরা ব্যাটিং করুক, এটা আমাদের চাওয়া। আমাদের সব খেলোয়াড়ই যথেষ্ট যোগ্য। কোহলি আমাদের জন্য বড় বিকল্প, আমরা সবসময় এটি মনে রাখব। তিনি আইপিএলে ওপেন করেছেন, সত্যিই ভালো করেছেন।’ ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘কোহলি আমাদের তৃতীয় ওপেনার। এশিয়া কাপের শেষ ম্যাচে তিনি যেভাবে খেলেছেন তাতে আমরা খুশি। তিনি টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ মোহাম্মদ শামির খেলা নিয়ে রোহিত বলেন, ‘যে ফরম্যাটেই খেলুক না কেন তারা নিজেকে প্রমাণ করেছেন। উমেশ ও শামির মতো খেলোয়াড় যদি ফিট থাকে তাদের দলে ডাকা হবে। তাদের ফর্ম দেখার দরকার নেই, আমরা দেখেছি আইপিএলে কীভাবে বল করেছেন।’
অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, দীপক চাহার ও জাসপ্রিত বুমরাহ।