অনলাইন ডেস্ক :
অক্টোবরে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করে। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের রানার আপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকা। আর সেমিফাইনালে ওঠে পরাজিত দুটি দল পাবে ৪ লাখ মার্কিন ডলার বা ৪ কোটি টাকা করে। এছাড়াও সুপার টুয়েলভে প্রতি মাচে জয়ী দল পাবে ৪০ হাজার বাঁ ৪০ লাখ টাকা। এমনকি সুপার টুয়েলভ থেকে কোন ম্যাচ না জিতেই বাদ পড়া দল পাবে ৭০ হাজার ডলার বা ৭০ লাখ টাকা। বাংলাদেশ দল যদি বিশ্বকাপে কোন ম্যাচ না জিতে তবুও তারা ৭০ লাখ টাকা নিয়ে দেশে ফিরবে। আবার বিশ্বকাপের প্রথম্ পর্ব থাকে বাদ পড়া দল পাবে ৪০ হাজার বা ৪০ লাখ টাকা। ১৬ দলের এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা