November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:33 pm

টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের বিপক্ষে ৫ রানে জয় পেল ভারত

অ্যাডিলেডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানে জয় পেয়েছে ভারত। বাংলাদেশ দল ১৫১ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভারে ১৪৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এর আগে বুধবার(বাংলাদেশ সময়) অ্যাডিলেডে বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দল।

বাংলাদেশ দলের ব্যাটিংযের সময় বৃস্টির কারণে ম্যাচে কিছুটা পরিবর্তন আসে। ম্যাসে ডি/এল মেথড কার্যকর করা হয়। এই পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশকে জয় পেতে ১৬ ওভারে ১৫১ রান করতে হবে। অর্থাৎ বাকি ৯ ওভারে ৮৫ রান ঘরে তুলতে হবে।

তবে এই প্রথম অ্যাডিলেডে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভ করে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।

আজ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। এই ম্যাচের আগে, বাংলাদেশ ও ভারত ১১ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়। যার মাত্র একটিতে বাংলাদেশ জয়ের স্বাদ নেয়।

 

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

ভারতের একাদশ:

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং।

—-ইউএনবি