অনলাইন ডেস্ক :
তড়িঘড়ি করে বন্ধ করে দেয়া হয়েছে টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি কাউন্সিল। এই কাউন্সিলের প্রধান ইয়ল রথ পদত্যাগের পরপরই এটি বন্ধ করার ঘোষণা আসে। এদিকে এক জনসভায় টুইটারপ্রধান ইলন মাস্ককে তিরস্কার করেছেন উপস্থিতরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় গত সোমবার ২০১৬ সালে স্বেচ্ছাসেবার ভিত্তিতে গঠিত ট্রাস্ট অ্যান্ড সেফটি কাউন্সিল বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটির অভ্যন্তরীণ এক ইমেইলের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সম্প্রতি টুইটার প্রায় সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি থেকে এর আগে বিভিন্ন সময়ে পদত্যাগ করেছেন ১ হাজারেরও বেশি কর্মী। পদত্যাগকারী কর্মীদের মধ্যে টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান ইয়ল রথও রয়েছেন। ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের কর্মীদের কাছে পাঠানো এক মেইলে বলা হয়েছে, ‘টুইটার যখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, তখন আমরা আমাদের পণ্য এবং নীতি বিকাশের কাজে বাহ্যিক অন্তর্দৃষ্টিগুলো কীভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি তার পুনর্মূল্যায়ন করছি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রাস্ট এবং সেফটি কাউন্সিল আমাদের নীতি অনুসারে সর্বোত্তম কাঠামো নয়।’ এদিকে বিখ্যাত কৌতুকাভিনেতা ডেভ চ্যাপেলের উপস্থাপনায় এক অনুষ্ঠানে ইলন মাস্কের নামে দুয়োধ্বনি দিয়েছেন প্রায় ১৮ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে এ ঘটনা ঘটেছে। গত রোববারের ওই অনুষ্ঠানে ডেভ চ্যাপেল মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘সম্মানিত অতিথিরা, হর্ষধ্বনির মাধ্যমে বিশ্বের সেরা ধনী ব্যক্তিকে স্বাগত জানান।’ এরপরই শুরু হয় দুয়োধ্বনি। প্রথমে ধীরগতিতে শুরু হলেও পরে এটি ক্রমশ বাড়তে থাকে। প্রায় ১৮ হাজার দর্শকের প্রায় সবাই টানা ১০ মিনিট সময় ধরে দুয়োধ্বনি দিতে থাকেন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু