April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 8th, 2022, 8:22 pm

টুখেলের বরখাস্তের খবরে হতবাক আর্সেনাল কোচ

অনলাইন ডেস্ক :

সবে মৌসুম শুরু, বেশিরভাগ দল ঠিক করার চেষ্টা করছে নিজেদের সেরা কম্বিনেশন। প্রস্তুত হচ্ছে লম্বা এক লড়াইয়ের জন্য। এমন সময়ে চেলসি থেকে টমাস টুখেলের বরখাস্ত হওয়াটা চমকে দিয়েছে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে। আধুনিক ফুটবলে কোচদের চাকরি নিয়ে অনিশ্চয়তা সব সময়ই থাকে। এই বাস্তবতা ফুটবল সংশ্লিষ্ট সবারই জানা। এরপরও আর্তেতা ভাবতে পারেননি, এত দ্রুত টুখেলের কাঁধ থেকে আস্থার হাত সরিয়ে নেবেন চেলসির মালিক পক্ষ। চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে আছে ছয় নম্বরে। এর মধ্েযই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় চেলসি। এর পরপরই গত বুধবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় টুখেলকে। ২০২০ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেওয়ার পর ভালো করছিলেন টুখেল। ২০২০-২১ মৌসুমে তার হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দলটি। গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারলেও খুব একটা খারাপ ছিল না চেলসির পারফরম্যান্স। প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে থেকে শেষ করার পাশাপাশি লিগ কাপ ও এফএ কাপের দুটিরই ফাইনালে খেলে টুখেলের দল। ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। গত মৌসুমে সেরা চারে থাকতে না পারা দলটির এবার খেলতে হবে ইউরোপা লিগে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টে জুরিখের মুখোমুখি হবে তারা। এর আগের দিন সংবাদ সম্মেলনে টুখেলের ব্যাপারে জানতে চাওয়া হলে জার্মান কোচের জন্য দুঃখ প্রকাশ করেন আর্তেতা। “অনুশীলনের ঠিক আগে আমরা খবরটা জানতে পারি। এই পেশার যেকোনো সহকর্মীর ছাঁটাই হওয়ার খবর সবসময়ই দুঃখজনক। দুর্ভাগ্যবশত, আমরা জানি যে, এটা এভাবেই কাজ করে।” “আমি তার জন্য শুভকামনা জানাই। এই খবরটি শুনে ভালো লাগছে না।” টুখেলের আকস্মিক বিদায়ে আর্তেতা মনে করিয়ে দিলেন কোচদের কঠিন বাস্তবতার দিকটি। “আমরা এমন একটি পেশায় আছি যেখানে যেকোনো সময়ে এটা হতে পারে। আমাদের এটি থামাতে হবে, পথচলাটা উপভোগ করতে হবে এবং প্রতিটি দিন উপভোগ করতে হবে। কারণ, আপনি কখনই জানেন না যে এটি (ছাঁটাই হওয়ার ঘোষণা) কখন আসবে।” নতুন মৌসুম চেলসির চেয়েও বাজে কাটছে লিভারপুলের। প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ৪-১ গোলে। টুখেল প্রসঙ্গে বলতে গিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তুলে ধরলেন তার ক্লাবের মালিকপক্ষের দৃষ্টিভঙ্গী। “অবশ্যই বিভিন্ন ধরনের মালিক আছে। আমাদের ক্লাবের মালিক শান্ত থাকেন এবং আশা করেন অন্য কেউ নয়, আমিই পরিস্থিতি ঠিক করে দেব। সব সময় তারা এভাবেই দেখেন। যেদিন তারা নিজেদের ভাবনা বদলাবেন সেদিন হয়তো আমাকে বলবেন।”