April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 7:43 pm

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ছবি: পি আই ডি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বুধবার টুঙ্গিপাড়ায় প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট পেশ করে যখন বিউগল বেজে উঠেছিল।

সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা সকাল ১০টা ১৩ মিনিটে বঙ্গভবন থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছায়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাত করেন।

পাশাপাশি মাজার প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে রাষ্ট্রপতি সই করেন।

পরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পক্ষ থেকে সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

—-ইউএনবি