April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 8:06 pm

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

টেকনাফের দমদমিয়া ঘাটে পর্যটকবাহী ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করা টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী এই জাহাজে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ‘কেয়ারি সিন্দাবাদ’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামে দুটি জাহাজ দমদমিয়া ঘাটে দীর্ঘদিন ধরে নোঙর করে মেরামত করছিল কর্তৃপক্ষ। সকালে হঠাৎ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ জাহাজে আগুনের সূত্রপাত হয়।

মূহূর্তেই আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে জাহাজের ওপরের বেশকিছু অংশ এবং মালামাল ১০টি এসি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জাহাজে অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম।

—-ইউএনবি