November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 10th, 2023, 8:15 pm

টেনিস ফেডারেশনের বড় চুক্তি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ টেনিসের উন্নয়নে সহায়তা পাওয়া গেছে। রোববার (১০ ডিসেম্বর) সাইফ পাওয়ারটেক লিমিটেড ও টেনিস ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। টেনিসের উন্নয়নের লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এগিয়ে এসেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২০২৫ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ২ বছরের জন্য পাঁচ বিভাগে সহায়তা করবে। যেসব বিভাগে স্পন্সর প্রতিষ্ঠান সাহায্য করবে সেগুলো হলো- দেশব্যাপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ গ্রোগ্রাম পরিচালনা, জেটিআই কোচেস প্রশিক্ষণ ও স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয় টেনিস প্রতিযোগিতা, আন্তঃস্কুল টেনিস প্রতিযোগিতা ও বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।

ফেডারেশনের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে এর নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ফারুক আহমেদ খান। অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মো. মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।