November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 7:41 pm

টেন্ডুলকার জানালেন কোহলিদের ভুলটা কোথায় ছিলো

অনলাইন ডেস্ক :

প্রথম দুই ম্যাচ হারায় বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে ভারতের জন্য। ভারতকে সর্বশেষ কবে এত খারাপ খেলতে দেখা গেছে তা নিয়ে বেশ গবেষণাই করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরা। দল হিসাবে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। কোথায় কোথায় তাদের ঘাটতি আছে, সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন মনে করেন, লেগ স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা বার বার প্রকাশ পাচ্ছে। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি লক্ষ্য করেছি, যে লেগ স্পিনারদের বলে বৈচিত্র্য বেশি অর্থাৎ লেগ স্পিনের সঙ্গে গুগলি, টপ স্পিন, ফ্লিপার করে, তাদের খেলতে সমস্যা হয় ভারতীয় ব্যাটারদের। ইশ সোধি ও মিচেল স্যান্টনারকে খেলতে সমস্যা হয়েছে। দুজনে মিলে ৮ ওভারে ৩২ রান দিয়েছে। কোহলি আর রোহিতের উইকেট নিয়েছে সোধি। এই জায়গায় ভারতকে উন্নতি করতে হবে।’ শুধু ব্যাটিং নয়, দলের বোলিং আক্রমণকে আরও কার্যকরী হতে হবে বলে জানিয়েছেন শচীন। তিনি বলেন, ‘এই ধরনের খেলায় জিততে গেলে শুরুতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে হবে। পাওয়ার প্লেতে অন্তত ৩টি উইকেট শিকার গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ৬ ওভারে বেশি রান দেইনি। বুমরাহ উইকেট পেয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি। আমরা বরুণ চক্রবর্তীকে দিয়ে বল করালাম। নিউজিল্যান্ডের ব্যাটাররা তার বল বুঝতে না পারলে সেটা কাজে দিত। কিন্তু তা হয়নি।’