অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে আসেননি দিনেশ চান্দিমাল। পারিবারিক প্রয়োজনে টেস্টের মাঝপথেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরে যেতে হচ্ছে দেশে। শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সকালে বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে।
বিবৃতিতে বলা হয়, চান্দিমালের সতীর্থরা, কোচিং স্টাফ ও বোর্ড এই সময়ে তার পাশে আছে। তার পারিবারিক গোপনীয়তাকেও সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। চলে যাওয়ার আগেই অবশ্য ম্যাচের দুই ইনিংসে ব্যাট করা হয়ে গেছে চান্দিমালের। প্রথম ইনিংসে ফিফটি করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান, পরের ইনিংসে আউট হন ৯ রান করে। কেবল চতুর্থ ইনিংসের ফিল্ডিংই বাকি ছিল তার। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও বড় জয়ের হাতছানি আছে তাদের সামনে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা