April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:15 pm

টেস্টে বাংলাদেশকে ধোলাই করতে চায় উইন্ডিজ

অনলাইন ডেস্ক :

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ বরাবরই ভীষণ দুর্বল। সাম্প্রতিক সময়ে অবস্থা এতটাই খারাপ হয়েছে যে, অধিনায়ক বদলাতে হয়েছে। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে উইন্ডিজের মাটিতে খেলবে টাইগাররা। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্স ঘোষণা দিলেন, তারা বাংলাদেশকে টেস্টে ধোলাই করতে চান। দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে উইন্ডিজ। সেই স্মৃতি এখন তরতাজা। এ ছাড়া গত বছর খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেও তারা টেস্ট সিরিজ জিতে ফিরেছে। ২০১৮ সালে উইন্ডিজের মাটিতে সর্বশেষ সফরে বাংলাদেশ মাত্র ৪৩ রানে অল-আউট হয়ে গিয়েছিল। ডেসমন্ড হেইন্স বলেন, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে তারা জিততে চান। যদিও এবারের উইন্ডিজ দলে নেই জেসন হোল্ডার। পেস তারকা কেমার রোচ আর শ্যানন গ্যাব্রিয়েলও নেই। তবু বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন হেইন্স, ‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি ও ওই পয়েন্টগুলো পেতে পারি। ‘