April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 7:54 pm

টেস্ট চ্যাস্পিয়নশিপের শীর্ষে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

গল টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো লঙ্কানরা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটির করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। স্বাগতিক দলের অধিনায়ক দিমুথ করুনারতেœর সর্বোচ্চ ১৪৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। এ ছাড়া ওপেনার পাথুম নিশাঙ্কা ৫৬, ধনঞ্জয়া ডি সিলভা ৬১ ও দিনেশ চান্দিমাল ৪৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন রস্টন চেইজ। এ ছাড়া জোমেল ওয়ারিক্যান ৩টি ও শ্যানন গ্যাব্রিয়েল ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনারদের তোপের মুখে খেই হারিয়ে ফেলে ক্যারিবিয় ব্যাটাররা। একসময় ফলো-অনের শঙ্কাও জাগে। তবে সেটা আর হয়নি। শেষ পর্যন্ত কাইল মেয়ার্সের দৃঢ়তায় স্কোরবোর্ডে ২৩০ রান যোগ করতে সক্ষম হয় সফরকারীরা। কাইল মেয়ার্স সর্বোচ্চ ৪৫, অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ৪১, জেসন হোল্ডার ৩৬ ও রাহকিম কর্নওয়াল ৩৯ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন প্রবীণ জয়াবিক্রমা। এ ছাড়া রমেশ মেন্ডিস ৩টি এবং সুরাঙ্গা লাকমল, লাসিথ এমবুলডেনিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নেন। ১৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে আরও ১৯১ রান যোগ করে স্বাগতিকরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ অধিনায়ক দিমুথ করুনারতেœ। এ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬৯ ও ওশাদা ফার্নান্দো ১৪ রান করেন। ক্যারিবিয়ানদের পক্ষে ২টি করে উইকেট নেন কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান। ৩৪৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮ রানেই তাদের ৬ জন ব্যাটার সাজঘরে ফিরে যায়। কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পরে সেই ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এনক্রুমাহ বনার ও জশুয়া ডি সিলভা। সপ্তম উইকেটে তারা ১০০ রানের জুটি গড়েন। কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৬০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন লাসিথ এমবুলডেনিয়া। এ ছাড়া রমেশ মেন্ডিস ৪টি এবং একটি নেন প্রবীণ জয়াবিক্রমা। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন দিমুথ করুনারতেœ।