অনলাইন ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টের আগে শক্তি ও বৈচিত্র বাড়ছে বাংলাদেশের পেস আক্রমণের। চোট কাটিয়ে টেস্ট দলে যোগ দিচ্ছেন শরিফুল ইসলম। বিসিবি সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ দিন রাতেই সেন্ট লুসিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন বাঁহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন শরিফুল। টেস্টে তাকে শুরুতে রাখা হয়নি চোটের কারণে। চোট ও অসুস্থতার কারণে গত এপ্রিলের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের মাঝমাঝি দেশে ফিরে আসেন শরিফুল। পরে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে ফেরেন মাঠে। কিন্তু ওই টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় লঙ্কান পেসার কাসুন রাজিথার বল ছোবল দেয় শরিফুলের হাতে। পরে এক্স-রে করিয়ে চিড় ধরা পড়ে তার হাতে। সেই চোট থেকে কিছুটা সেরে উঠে গত সপ্তাহ দুয়েক ধরে নেটে বোলিং করছিলেন তিনি। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেও তাকে রাখা হয় অনুশীলনের জন্য। সব মিলিয়ে ফিটনেস নিয়ে সন্তুষ্ট হওয়ার পর তাকে পাঠানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। গত বছর শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলে টেস্ট দিয়ে অভিষিক্ত শরিফুল এখনও পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট। উইকেট নিয়েছেন ৬টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে অ্যান্টিগায় বাংলাদেশের পেসারদের মধ্যে সৈয়দ খালেদ আহমেদ দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ইবাদত হোসেন নেন দুই উইকেট, মুস্তাফিজুর রহমান একটি। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা