অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে চলছে মিনিবাস-ট্যাক্সিচালকদের ধর্মঘট। গত সপ্তাহ থেকে শুরু হওয়া চলমান এই ধর্মঘটের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও গোলাগুলিতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ ও ৪০ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। লাইসেন্স অথবা নিবন্ধন ছাড়া গাড়ি চালালে কর্তৃপক্ষ যানবাহন জব্দ করতে পারবে। দেশটির সিটি করপোরেশনের এমন একটি আইন নিয়ে চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আইন অনুয়াযী পুলিশ গাড়ি জব্দ শুরু করলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা শুরু হয়। যেসব আইন লঙ্ঘনের জন্য ট্যাক্সিকে টার্গেট করা হচ্ছে, তার মধ্যে সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে চালকরা জানিয়েছেন।
তারা দাবি করেছেন, অন্যরা একই কাজ করলেও শুধু জরিমানার সম্মুখীন হয়েছেন। ট্যাক্সিচালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহন জব্দ করা হচ্ছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে। হত্যাকা- ও সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী বেকি সেলে জানান। তিনি আরো জানান, সম্পদ ধ্বংস, লুটপাট ও সহিংতার জন্য বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : রয়টার্স
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২