বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে ২১ মার্চ থেকে স্থগিত থাকা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম আবার শুরু হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,‘সহজ’এর মাধ্যমে ২৬ মার্চ থেকে আবারও অনলাইন টিকেট বিক্রি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার শুধুমাত্র ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা তালিকাভুক্ত ৭৭টি স্টেশনের আন্তঃনগর ট্রেনের টিকিট সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র এর কম্পিউটারাইজড সিস্টেমে বা অনলাইনে পাওয়া যাবে।তবে ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে না।
শনিবার সকাল ৮টা থেকে রেলের অনলাইন, অফলাইন টিকিট বিক্রি আগের নিয়মেই চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ