November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 9th, 2021, 12:56 pm

ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :

চলমান লকডাউন শেষে শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে। এ লক্ষ্যে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত ২৩ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেন চালুর খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রাজধানীর কমলাপুর ও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ভোর থেকেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে।

করোনা সংক্রমণ রোধে সরকার থেকে বিধিনিষেধ ঘোষণা করা হলে গত ২২ ‍জুন থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে কোরবানির ঈদকে সামনে রেখে ১৪ জুলাই থেকে লকডাউন শিথিল করা হলে সীমিত পরিসরে স্বাস্থ‌্যবিধি মেনে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করে। এরপর ২৩ জুলাই থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল।